মোঃ তানসেন আবেদীনঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় একটি বিশাল র্যালী বের করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
র্যালী পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন সহ আরো অনেকে। বিজয় র্যালীতে মানুষের ঢল নামে।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশকে বিক্রির পায়তারা করা ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে। দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। এদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকার গঠন করতে দেয়া হবে না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধংস করার পায়তারা করেও ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশে আর দেখতে চাই না।
এর আগে রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ