ধারাবাহিক আর্থিক উন্মুক্তকরণ ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে চীনের অর্থ খাতের উচ্চ মানের উন্মুক্তকরণ পুরোদমে সম্প্রসারিত হচ্ছে, দ্বিমুখী উন্মুক্ত আর্থিক ব্যবস্থার গঠন জোরদার হচ্ছে। যা একদিকে চীনা প্রতিষ্ঠানের বিদেশে যেতে সাহায্য করে, অন্যদিকে শ্রেষ্ঠ বিদেশি পুঁজিও আকর্ষণ করে। এতে যৌথভাবে চীনের আর্থিক বাজার নির্মাণ করা যায় এবং যৌথভাবে উন্নয়নের সুযোগ শেয়ার করা যায়।

চলতি বছর, চীনের আর্থিক তত্ত্বাবধান বিভাগ অর্থ খাতের উচ্চ মানের উন্মুক্তকরণের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। যেমন, বন্ড বাজারের যোগাযোগ ও বিনিময় ব্যবস্থা সুসংহত করা, বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের আরো বেশি সুযোগ দেওয়া, বিদেশি ব্যবসায়ীর আস্থা বাড়ানো। বর্তমানে বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের ক্রয় করা চীনা বন্ডের পরিমাণ ৪ ট্রিলিয়ন ইউয়ান। চীনা মুদ্রার আন্তর্জাতিকায়ন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের অর্থ সেবা শিল্পের বাজারে প্রবেশের সুবিধা আরো বাড়ানো হয়েছে। চীনের ব্যাংক, শেয়ার বাজার, ফিউচারসহ কিছু খাতে বিদেশি পুঁজির হারের নিষেধাজ্ঞা একদম তুলে নেয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসের শেষ নাগাদ, বিদেশি ব্যাংক চীনে ৪১টি সংস্থা, ১১৬টি বিদেশি এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ানে শাখা স্থাপনের পাশাপাশি ১২৭টি প্রতিনিধি কার্যালয় স্থাপন করেছে। চীনের বিদেশি ব্যাংকের সম্পদের পরিমাণ ৩.৮৭ ট্রিলিয়ন ইউয়ানের বেশি। বিদেশি বীমা সংস্থা চীনে ৬৭টি শাখা কার্যালয় স্থাপন করেছে। তাদের সম্পদের পরিমাণ ২.৬৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে