বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর উদ্দোগে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর-২০২৪) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায়, “প্রান্তিক উন্নয়ন-অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের কেমন সংস্কার চাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রদান, প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ গ্রামীণ মানুষের জন্য নানামূখী উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা দিয়ে আসছে। পাশাপাশি ইউপি সদস্যদের অগ্রনি ভুমিকা ও অংশগ্রহন নিশ্চিতের কাজ করে যাচ্ছে বাইসস। বিশেষ অতিথির বক্তব্যে বাইসস এর ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোয়াজ আরিফ বলেন, ইউনিয়ন পরিষদ গ্রাম বাংলার উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে।
অনুষ্ঠানে বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই বাইসসের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাইসস এর তথ্যপ্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সচিব রাণা ইসলাম বাইসস।




























