শহিদুল ইসলাম দইচঃ যশোর-খুলনার ৫ উপজেলার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধাণের দাবিতে ভবদহ স্লুইসগেট অভিমুখে লংমার্চ ও গণসমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। রবিবার দুপুর থেকে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ভবদহ স্লুইস গেটের দিকে বাসে, ট্রাকে, নসিমন, করিমনে এবং পায়ে হেঁটে লংমার্চে অংশ নেন। বিকেলে গণসমাবেশস্থল ভবদহ কলেজ সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যাকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে। সমস্যার কোন সমাধান হয়নি। বরং সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। অমিত বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবদহ জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে অবহিত। তিনি সুযোগ পেলে ভবদহ এলাকার সমস্যা সরেজমিনে পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সাথে আগামিতে সরকার গঠন করতে পারলে স্থানীয়দের সাথে নিয়ে ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে গণসমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে