এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক, কবি হান কাং। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১২১তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বলেছে, তার নিবিড় কাব্যময় গদ্যভাষ পাঠককে দাঁড় করিয়ে দেয় ইতিহাসের ক্ষতের মুখোমুখি, এ মানব জীবন কতটা ভঙ্গুর, উন্মোচিত করে সেই সত্য।
“শরীরের সাথে আত্মার, জীবিতের সাথে মৃতের যোগাযোগ নিয়ে এক অনন্য সচেতনতা কাজ করে তার লেখায়। আর কাব্যময় ও নিরীক্ষাধর্মী লেখনশৈলী সমকালীন গদ্যের দুনিয়ায় তাকে নিয়ে গেছে একজন উদ্ভাবকের কাতারে।” পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হান। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়ন ফোসে।
৫৩ বছর বয়সী কথাসাহিত্যিক হান কাং দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় এবং সাহিত্যে দেশটির প্রথম ব্যক্তি হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন। এর আগে ২০০০ সালে সাবেক প্রেসিডেন্ট কিম দে-জুং শান্তিতে নোবেল পান।
বিনোদন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ