নাদির আহমেদঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে আল্টিমেটাম দেওয়ার পর একে একে হল ছাড়লেন সকল শিক্ষার্থীরা।
সোমবার(২৬আগস্ট) বিকাল ৩টায় ক্যাম্পাসে মিছিল নিয়ে শাহপরান হলের সামনে অবস্থান নেন এলাকাবাসীরা। এরপর শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের আল্টিমেটাম দেন তারা। এসময় মিছিলে তারা ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগানে উত্তাল করে তোলে। হলের সামনে অবস্থানকালে এলাকাবাসীরা বলেন, শাবিপ্রবি আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে। তারা সন্ধ্যা ৬টার মধ্যে বের হয়ে যেতে হবে। আমরা হলগুলো থেকে সমূলে ছাত্রলীগ উৎখাত করতে এসেছি।এছাড়াও তাদের দাবি ছাত্রলীগের হয়ে যারা সামনের সারিতে কাজ করেছেন তারাও আজ সাধারণ শিক্ষার্থী সেজে আবাসিক হলে রয়েছে । তাই আমাদের দাবি সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে দিতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শাবিপ্রবি সমন্বয়করা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এলাকাবাসীরা তা মেনে নেয়নি। পরে এলাকাবাসীরা সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান করায় একে একে হল ত্যাগ করেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।
শাবিপ্রবি নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ