নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় একজন নাট্য অভিনেত্রী তিনি। কয়েকটি নাটক নির্মাণও করেছেন। গানও গেয়েছেন সাতটি অ্যালবামে। আবার তিনি লেখিকা। রয়েছে রেস্তোরাঁর ব্যবসাও। ১৯৮১ সালের ২২ আগস্ট ঈশিতার জন্ম ঢাকায়।
ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দুজনে’ নাটকটিতে প্রথম অভিনয় করেন ঈশিতা। পরবর্তীতে বেশ কিছু নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন। ২০০৭ সালে তিনি চ্যানেল আইয়ের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। এছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।
অভিনয়ের পাশাপাশি ‘নির্জন আড়ালে’, ‘স্বপ্ন স্বপ্নীল’, ‘গোধূলি বেলায়’ নাটকগুলো পরিচালনা করেছেন ঈশিতা। তবে নানাবিধ কাজে জড়িয়ে দীর্ঘদিন ধরে অভিনয় এবং পরিচালনা থেকে দূরে রয়েছেন বহু প্রতিভাধর এই তারকা। কারণ বাইরের নানা দায়িত্ব সামলে তাকে সংসারেও সময় দিতে হয়।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ