মোশাররফ করিম তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। দেশ ছাড়াও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও জনপ্রিয় নাম মোশাররফ করিম। ছোট-বড় দুই পর্দাতেই তার পদচারণা। তবে টিভি নাটকে তিনি বেশি জনপ্রিয়।
১৯৭১ সালের ২২ আগস্ট মোশাররফ করিমের জন্ম হয় ঢাকায়। তবে তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামে। মোশাররফ করিম ১৯৮৬ সালে মাধ্যমিক পাস করেন। তখন থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা অন্য মাত্রা নেয় এবং তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। এখনো তিনি সেই নাট্যদলের সদস্য। ক্যারিয়ারে অসংখ্য নাটকে মুখ্য চরিত্র হিসেবে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন মোশাররফ করিম। অভিনয় করেছেন ডজন খানেক চলচ্চিত্রেও। এছাড়া ওপার বাংলার দুটি সিনেমায়ও তিনি কাজ করেছেন। পাশাপাশি বর্তমানে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। দর্শকদের হাসানোর অভিনয়ে তিনি সিদ্ধহস্ত।
প্রতিভাধর এই অভিনেতার জন্মদিনে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার অনেক সহকর্মী এবং অসংখ্য ভক্ত। শুভেচ্ছাবার্তা এসেছে ওপার বাংলা থেকেও। জাঁকজমকভাবে কখনো জন্মদিন পালন করেন না মোশাররফ করিম। পরিবারের সদস্যদের নিয়ে সাদামাঠাভাবেই কাটান দিনটি।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ