পাখি দিয়ে চিঠি তুলিয়ে মানুষের ভাগ্য গণনা করে ব্যবসা করত আবু তালেব নামের একটি লোক। পাখিটি তখন খাচায় আবদ্ধ হয়ে পড়ে। ফলে তার স্বাভাবিক জীবন বাধাপ্রাপ্ত হয়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মো:সেলিমুজ্জামান, গোয়েন্দা বিভাগ এন এস আই এর সহকারী পরিচালক মো:মহিদুল আলম মিয়া এবং মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবউদ্দীন মিলনের সহায়তায় জেলা প্রশাসনের নজরে আসে। কুষ্টিয়ার প্রকৃতি প্রেমী জেলা প্রশাসক মো. জহির রায়হান পাখিটি খাচা থেকে অবমুক্ত করে আকাশে ছেড়ে দেন।
পাশাপাশি আবু তালেবের বিকল্প কমসংস্থানের কথা চিন্তা করে জেলা প্রশাসক তার হাতে সাত হাজার টাকা তুলে দেন এবং সমাজসেবা অধিদপ্তর থেকে আরো সাহ্যয্যের ব্যবস্থা ও তার ছেলে মেয়ের জন্য বিনামূল্যে বই খাতা এবং পড়ালেখার খরচ বহন করার আশ্বাস দেন।অন্যদিকে তার আর্থিক দূর্বলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে আরো পাঁচ হাজার টাকা সাহায্য দেওয়া হয়।এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্য অফিসারবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এদিকে জেলা প্রশাসকের এই মহৎ উদ্যোগকে সকলে স্নাগত জানিয়েছে। তারা বলেন এই ধরনের মহৎ ব্যক্তি আমাদের সমাজে থাকলে সকলে সঠিক পথে জীবন চালিত করতে পারবে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ




























