সিঙ্গাপুরে আজিজ খান কিভাবে এত টাকার মালিক, রিট আকারে আসতে বললেন হাইকোর্ট। বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও স্থান পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তার মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার। বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম।
গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ হাইকোর্টের নজরে আনেন আইনজীবী সুলতান মাহমুদ। রোববার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মাহমুদুল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে ‘সিঙ্গাপুরে কিভাবে এত টাকার মালিক আজিজ খান’ অনুসন্ধান প্রশ্ন রাখেন তিনি। আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আজিজ খান ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের ১২-১৫টি পাওয়ার প্লান্টের মালিক হয়েছেন। তিনি প্রায় ৩০ হাজার কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করেছেন। সেই টাকাগুলো ডলার করে তিনি সিঙ্গাপুরে নিয়ে গেছেন। এই অর্থপাচার এবং দুর্নীতি আপনাদের নজরে আনলাম যেন দুদক এ বিএফআইইউ এ বিষয়ে তদন্ত করতে পারে। এ সময় আদালত বলেন, রিট পিটিশন আকারে শুনানি করেন।
সিঙ্গাপুরের জন্য করা তালিকায় মুহাম্মদ আজিজ খানের অবস্থান ৪১তম হলেও ‘ফোর্বস’–এর করা বিশ্বের শত কোটিপতিদের তালিকায় তার স্থান দেখানো হয়েছে ২৫৪০তম। ২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার। ২০১৯ সাল থেকে তার সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। এরপর ২০২২ সালে তার সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এ বছর ‘ফোর্বস’ এর তালিকায় আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার।