তামাক করে হৃদপিন্ডের ক্ষয় স্বাস্থকে ভালবাসি, তামাককে নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। তারই অংশ হিসেবে আজ সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মো. জহির রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব হাসান হাবিব, সিভিল সার্জন ডা: রওশন আরা বেগম, সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল মোমেন, ইউনিসেফের একটি পোগ্রামের পরিচালক ডা: আসরাফী আফরিন, সোশ্যাল এ্যাডভানসমেন্ট ফোরাম(সাফ) এর নির্বাহি পরিচালক মীর আব্দুর রাজ্জাক, অন্যান্য তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ ও কুষ্টিয়ার সচেতন মানুষ।


র‌্যালি শেষে প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
এদিকে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে তিনটি দোকান থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তিন হাজার টাকা জরিমানা আদায় করে।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে