বিনোদন ডেস্ক।। আবারও ওপার বাংলার ছবিতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এবার এই তারকা অভিনয় করবেন গ্যাংস্টার চরিত্রে। ছবির নাম রাখা হয়েছে ‘হুব্বা’। ইতোমধ্যেই টিজার প্রকাশ পেয়েছে ছবিটির। ‘হুব্বা’ পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এর আগেএকই পরিচালকের ছবি ‘ডিকশনারি’ তে অভিনয় করেছিলেন মোশাররফ।

সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি। হুব্বা শ্যামল পশ্চিমবঙ্গের একজন গ্যাংস্টার ছিলেন। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন বেশি। খুন, জখম, ড্রাগ পাচারের মতো বহু অপরাধের সাথে জড়িত এই গ্যাংস্টারের বিরুদ্ধে একাধিক মামলা হলেও প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। পরিচালক ব্রাত্য বসু জানিয়েছেন, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। তিনি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ছবিতে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে তা এখনো জানানো হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে