নিউয়েরা ফিকশনের ব্যানারে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়। এবার Student World Impact Film Festival (SWIFF) এ Semi-Finalist Award in the Best Short film category তে পুরুষ্কার পেল অসমাপ্ত চা। এরআগে ১৬তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের ‘অসমাপ্ত চা’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়।

প্রায় পাঁচ বছরের বিরতি শেষে ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। একক চরিত্রের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লিখেন মৌসুমী আচার্য্য। এটি পরিচালনা করেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

‘অসমাপ্ত চা’-তে একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরীখে কিভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়, তারই প্রতিচ্ছবি এই চলচ্চিত্র। নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে চাপা পড়ে যায় একজন নারীর ছোট ছোট স্বপ্নগুলো। যা আমাদের বর্তমান সমাজেরই চিত্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে