বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা সুলতানপুর। সেখানকার মানুষের জীবনযাপন, নানা কর্ম বৈচিত্র্যের মধ্যে জায়গা করে নিয়েছে চোরা চালান, সন্ত্রাসসহ নানা অবৈধ ব্যবসা। এসব ঘিরে পরিচালিত হচ্ছে এই অঞ্চলের রাজনীতি। এমনই গল্প নিয়ে আগামীকাল ২’রা জুন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ক্রাইম অ্যাকশন ঘরানার ছবি সুলতানপুর।

সেন্সর বোর্ডের বাধা কাটিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সিনেমা ‘সুলতানপুর’। ‘বর্ডার’ নামে সেন্সর বোর্ডে জমা পড়ার পর নানা জটিলতায় আটকে যায় সিনেমাটি। অবশেষে আগামী ২ জুন সুলতানপুর মুক্তি পেতে যাচ্ছে বলে জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

পরিচালক সৈকত নাসির জানান, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আসাদ জামানের গল্পে নির্মিত ভিন্নধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। গল্পই এই সিনেমার মূল হিরো বলে দাবি করছেন নির্মাতা।

সিনেমার পরতে পরতে রহস্য দর্শকদের মাঝে ছড়াবে নতুন মাত্রার উত্তেজনা, এমনটা জানান কলা-কুশলিরা। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির গান ও ট্রেইলার। ‘জানরে’ শিরোনামে গানটি এরই মধ্যে সাড়া ফেলেছে ইউটিউবে। দর্শকদের হলমুখী করতে সুলতানপুর অবদান রাখবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে