ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে আজ(শনিবার) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কেন্দ্র পরিদর্শন করেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। প্রতিটি আসনের জন্য লড়াই করেছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারিত ছিলো।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলের ওপর থাকবে ২০ নম্বর। গত ২৯ শে এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ১২ই মে বিজ্ঞান ও ১৩ই মে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তির জন্য প্রায় দুই লাখ ৯৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী চার ইউনিটে আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪১ হাজার ৩৬৮ জন ও চারুকলায় সাত হাজার ৯৭ শিক্ষার্থী আবেদন করেছেন। তৃতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের পরীক্ষা চবিতে
চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। চবি কেন্দ্রে আজ ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৯ হাজার ৮৩৩ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর চবি ক্যাম্পাস। যাতায়াতে সুবিধার জন্য পরিবর্তন আনা হয়েছে শাটল ট্রেনের শিডিউলে। এছাড়া আবাসিক হলগুলোতেও মেয়েদের জন্য থাকার ব্যাবস্থা করা হয়েছে। নিজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বাড়ি থেকে সরাসরি এসে পরীক্ষা দিতে পারায় সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। ১২’ই মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যাতে ১০ হাজার ২৭ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন। এর পরের দিন ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫ হাজার ২৯৫ জন। চবি কেন্দ্রে এবারে মোট ২৫ হাজার ১৫৫ ভর্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী বিভাগের পরীক্ষা রাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার(৫’ই মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ দেওয়া হয়।

বিধিনিষেধসমূহ হলো- সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহনসমূহ বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাবে। প্রয়োজনে যানবাহন রাখার জন্য শাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। তবে সেটি অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে হতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে