অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে কারাদণ্ড দিয়ে আদালত বলেছেন, দুর্নীতিবাজদের কাছে ছেলে-মেয়ে বিয়ে দেবেন না। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
আজ রোববার(৩০’শে এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দিয়ে এসব কথা বলেন। এছাড়াও ১১ লাখ টাকা অর্থদণ্ড, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। পরে আদালত তার পর্যবেক্ষণে বলেন, ‘দুর্নীতিবাজদের কাছে ছেলে-মেয়ে বিয়ে নয়, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেবেন না, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।