নিজস্ব প্রতিবেদক, যশোর নিউজ ডেস্ক।। যশোর র্যাব-৬ অভিযান চালিয়ে হোসনে আরা(৪৬)নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করেছেন ১৮শ ৮০’পিস ইয়াবা।
আজ মঙ্গলবার সকাল পোনে ৮’টায় যশোর শহরের মনিহার চত্তর থেকে তাকে আটক করেন। আটক হোসনে আরা কুমিল্লা জেলার মতলেবপুর থানার খলিল ব্যাপারির মেয়ে। যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বিডি টাইম্স নিউজকে বলেন, র্যাবের কাছে গোপন খবর ছিল যে, যশোর শহরের মনিহার চত্ত্বরে একটি মাদক(ইয়াবা) চালান হাত বদল হবে। এসময় র্যাব অভিযান চালিয়ে হাতেনাতে হোসনে আরাকে আটক করে এবং তার কাছ থেকে ১৮৮০’পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে যশোর কোতয়ালী থানার হস্থান্তর করেছে র্যাব।
যশোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ