সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২০০৩’ব্যাচ শিক্ষার্থীরা কুড়ি’বছর পূর্তি উদযাপন করল গেল ৩রা মার্চ। প্রতি বছরের ন্যায় এই বছরেও শরীয়তপুর জেলার ২০০৩ ব্যাচের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয় ডামুড্যা উপজেলায়।

‘বন্ধুর পাশে থাকি, বন্ধুকে পাশে রাখি’ এই মূল প্রতিপাদ্য নিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করতে এবং ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করতে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন করা হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য ইমন ইমতিয়াজ বিডি টাইম্‌স নিউজকে বলেন, আমরা ২০০৩’ব্যাচ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বন্ধুদেরকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছি। এতে করে একে অন্যের সাথে পারস্পারিক সহমর্মিতা, শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়। আমাদের এখানে বিভিন্ন পেশার বন্ধু রয়েছে, একজন অটো চালক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী’সহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২০০৩’ব্যাচ। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সবার মধ্যে শ্রদ্ধাবোধ, পারস্পারিক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আমরা চাই, এভাবে ২০০৩’ব্যাচের মাধ্যমে সকল বন্ধু যে কোন প্রয়োজনে-বিপদে বন্ধুর পাশে থাকার। বিপদগ্রস্ত বন্ধুর প্রয়োজনে অন্য সকল বন্ধুর সহযোগীতা পাওয়া তার অধিকার। সেই অধিকার যেন সবাই নিশ্চিত করতে পারি।

পাশাপাশি আমরা, আমাদের ব্যাচ ২০০৩ মাধ্যমে সামাজিক বিভিন্ন সহযোগী কর্মকান্ড, পরিবেশ দূষণ রোধে করনীয়, সচেতন নাগরিক হিসেবে সামাজিক ও পারিবারিক কি কি দায়বদ্ধতা থাকে সে সর্ম্পকে সবাইকে সচেতন করাও আমাদের মূল লক্ষ্য। একই সাথে নারী শিক্ষার গুরুত্ব, শিশুশ্রম রোধ এবং শিক্ষার্থীদেরকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল সুফল ব্যবহার করে একজন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যেতে চাই।

ডামুড্যা উপজেলার ২০০৩’ব্যাচ ২০’বছর পূর্তির এই মিলনমেলার আয়োজনে যারা ছিলেন, হিরন, খালেদ, সাইদুর মুন্না, মামুন ছৈয়াল, রতন হাওলাদার, বাবুল হোসেন, রাজন কুমার সাহা, রাসেল ঢালি’সহ আরো অনেকে। দিন ব্যাপি এই অনুষ্ঠানটি ছিল আনন্দ উল্লাসে ভরপুর। সবার সাথে পরিচিতি পর্ব দিয়ে শুরু হওয়া অনুষ্ঠনটি কর্নসাট দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটিতে প্রায় ৬০০’বন্ধু অংশগ্রহণ করে। আগামীতে এমন আরো ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজনের কথা জানিয়েছেন সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২০০৩’ব্যাচের আয়োজক কমিটি এবং পৃষ্ঠপোষকতায় ছিল মুসান্নিফ গ্রুপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে