
স্টাফ রিপোর্টার, যশোর জেলা।। যশোরে বহুল আলোচিত আলী মাহমুদ চুন্নু নিজেকে রক্ষা করতে আপন ভগ্নিপতি জিকরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রতারনা চুরি এবং বিশ্বাস ভঙ্গের মামলা করেছে। নিঃসন্তান জিকরুল ইসলাম চৌধুরীর নামে দায়ের করা মামলায় চুন্নু সে তার নিজের বোন রিজিয়া সুলতানা মিলিকে বাদী করেন। আজ ৬’ই মার্চ যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা (সিআর ৪৬৫/২৩) করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেন জমা দিতে বলেছে।
যশোর শহরের পুলিশ লাইন টালি খোলা এলাকার বাসিন্ধা জিকরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া রিজিয়া তার মামলায় অভিযোগ করেন, গত ২৮’শে ফেব্রুয়ারি সকাল ৯টায় আসামি জিকরুল ইসলাম ও তার স্ত্রী আমিনা আহম্মেদ’সহ অজ্ঞাত ৪/৫ মিলে বাদীর ঘরে ঢুকে মালামাল ভাংচুর করে এবং যাওয়ার সময় সোনার গহনা নিয়ে যায়। এছাড়াও আগে ঘরের সোফাসেট আত্মসাত করেছে বলেও অভিযোগ করেন। এ’ঘটনায় জিকরুল ইসলাম চৌধুরী বলেন, বাদি রিজিয়া আমার আপন শালিকা, আমার কোন ছেলে-মেয়ে নেই, আমার স্ত্রী ফিরোজা বেগম মারা যাওয়ার পরে শ্যালক চুন্নু ও রিজিয়ারা আমাকে আবার বিয়ে দেয়। আমার সারা জীবনের আয়-ইনকাম শালা-শালিরা খেয়েছে, বর্তমানে খেতে পারছেনা বলে আমার নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছে। মামলার পরে মামলা দিয়েই যাচ্ছে শুধু তাদের অসৎ উদ্দেশ্য চরতার্থ করার জন্য। এর আগে রিজিয়া সুলতানা মিলি আমার নামে ধর্ষন মামলা দিয়েছিল কোতয়ালী থানায়।
এছাড়াও, নড়াইল জেলায় কোর্টে চাঁদাবাজীর মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে। যা সবই মিথ্যা প্রমানিত হয়েছে, আজ আবার শুনলাম নতুন করে আমার নামে কোর্টে মামলা দিয়েছে। আমার কিছু বলার নাই, আমার বাসায় সিসি ক্যামরা লাগানো আছে, সঠিক তদন্ত করলে তার প্রমানও মিলবে, এরকম কোন ঘটনাই আমার ঘটেনি।
সম্পুর্ন মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন নাটক সাজানোর চেষ্টা করছে আমার বিরুদ্ধে, আসলে তারা আমার তৃতীয়তলা বাড়িটি দখল করতে চায়, মামলা কিছুইনা। আমার সারা জীবনের আয় দিয়ে আলী মাহমুদ চুন্নু এখন দুইটি ট্রাক’সহ লাখ লাখ টাকার মালিক। আমি আদালতের কাছে সঠিক বিচার চাই বলে জানিয়েছেন জিকরুল ইসলাম চৌধুরী।





















