ঢাকা কলেজের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতবার(২’রা মার্চ) দুপুর পৌঁনে দুইটার দিকে সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতন্ডা চলছিল। এ সময় সেই পথ দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা ঢাকা কলেজের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসের চালক আহত হন এবং বেশ কয়েকটি কাঁচ ভেঙে যায়। পরে এ ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি আইডিয়াল কলেজের সামনে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ্ জানান, পরিস্থিতি এখন শান্ত। শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে চলে গেছে। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ এখনও অবস্থান করছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে