ভারতের আদানি গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে।মঙ্গলবার মামলাটি করা হয়েছে। মামলা করেছেন ৩০ কৃষক ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস(এপিডিআর)। এ মামলার শুনানি হবে আগামী ৭’ই ফেব্রুয়ারি।

প্রকল্প নিয়ে কৃষকদের অভিযোগ সম্পর্কে জানা যায়, ফসলি জমির উপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ দিতে মুর্শিদাবাদের ফরাক্কায় খুঁটি তৈরি করে আদানি পাওয়ার। তবে, যে অঞ্চল দিয়ে তার নিয়ে যাওয়া হচ্ছে তা জনবসতিপূ্র্ণ। এমন সময় এই মামলা হলো, যখন আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপির অভিযোগ এনেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ। এর জেরে আদানি গ্রুপের শেয়ারের মূল্যে এরই মধ্যে ধস নেমেছে। এছাড়া এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন গ্রপের কর্ণধার গৌতম আদানি। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় তিন থেকে এগারোয় চলে এসেছেন গৌতম আদানি।

উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য ঝাড়খন্ডের গোড্ডা জেলায় আদানি গোষ্ঠী ১ হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প বানিয়েছে। এ প্রকল্প ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল কোল-বেজড পাওয়ার প্ল্যান্ট’, অর্থাৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে ঝাড়খন্ডের পরিবেশবিদেরা অতীতে প্রশ্ন তুলেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে