সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে আরও কার্যকর এবং সাংবাদিকবান্ধব অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি সাংবাদিক নেতৃবন্দকে আশ্বস্ত করেছেন অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে কোন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবেন না।

সোমবার শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরআই) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বৈঠকের কথা উল্লেখ করে লিখেছেন- ‘আমরা তাদের জানিয়েছি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য সরকার দুঃখিত।’

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিক নেতারা ২০০-এর বেশি সাংবাদিকের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করায় প্রশংসা করেন। সভায় উপস্থিত চার সংগঠনের নেতৃবৃন্দ সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে তাদের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়ার ব্যাপারে সম্মত হন।

শফিকুল আলম বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। তবে একইসঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নের আমরা এক ইঞ্চিও আপস করব না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সচিবালয়ে প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে আজ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী পাস দেয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে