বাংলাদেশের চিকিৎসার ৬৯’ভাগ খরচ বহন করতে হয় রোগীকে। যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসেবে, শুধু ওষুধ কিনতেই খরচ হয় ৬৪’ভাগ টাকার। সবচেয়ে বেশি চিকিৎসা খরচ ঢাকায় আর কম ময়মনসিংহে। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীতে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। চিকিৎসার জন্য রাষ্ট্র ও রোগীর ব্যয় নিয়ে গবেষণা করে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ২০২০ সালের পরিস্থিতি তুলে ধরেন গবেষকরা। তুলনায় দেখা গেছে, ২০১৯ সালে রোগীর খরচ ৬৬ ভাগ, ২০২০ সালে বেড়েছে আরও দুইভাগ। অর্থাৎ সরকারের চেয়ে তিনগুণ বেশি খরচ। ৬৪ ভাগ খরচ হয় ওষুধের জন্য, ১২ ভাগ পরীক্ষা-নিরীক্ষা এবং ২০ ভাগ চিকিৎসক ও হাসপাতালের পেছনে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ফোকাল পার্সন ডা. সুব্রত পাল জানান, চিকিৎসা বাবদ বছরে মাথাপিছু খরচ ঢাকায় ৭ হাজার ৩৯ ও চট্টগ্রামে ৫ হাজার ৩৮ টাকা। আর কম খরচ ময়মনসিংহ ও রংপুরে আড়ার হাজার টাকার মধ্যে। রোগীর চিকিৎসা খরচ কমাতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর জবাবদিহি বাড়ানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জরিপে বেরিয়েছে, স্বাস্থ্য ব্যয়ে গরীবের তুলনায় সচ্ছলরা ৮’গুণ বেশি খরচ করে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে