রাজধানীর হাতিরঝিল থেকে এক নারী সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানা এলাকার একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বলে জানা যায়। শবনম শারমিন নামের ওই নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্ট ডট লাইফে কর্মরত ছিলেন। তাঁর স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের বক্তব্য অনুযায়ী, মগবাজার মোড় পিয়সী বারের পাশের ভবনের একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেছেন এখনই বলা যাচ্ছে না। ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে শবনম। তিনি দ্য রিপোর্ট ডট লাইফের ক্যামেরাম্যান ও নিউজ প্রেজেন্টার ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে