নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ Professor Dr. Jean Tirole আজ ১৮’ই নভেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোফাজ্জাল হায়দার চৌধুরী সভাকক্ষে এক পাবলিক লেকচার প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগ যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। এ’সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক Professor Dr. Jean Tirole তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বে বাজার অর্থনীতি ব্যপক প্রভাব রেখে চলেছে। সুনির্দিষ্ট নীতিমালা ও নৈতিকতা না থাকায় বাজার অর্থনীতি সাধারণ মানুষের মন জয় করতে পারছে না। তিনি বলেন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, দার্শনিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভিন্নমত সৃষ্টি হওয়ায় বিদ্বেষপূর্ণ বাজার অর্থনীতি বিরাজ করছে। এছাড়া, ব্যাক্তিগত লাভের কারণে মানুষের মূল্যবোধের অবক্ষয় এবং বাজারের সঙ্গে সম্পৃক্তদের সামাজিক দায়িত্বহীনতার কারণে বাজার অর্থনীতি নানাভাবে অস্থিতিশীল হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই পাবলিক লেকচার প্রদান করায় Professor Dr. Jean Tirole’কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে