
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজ ১৮ নভেম্বর সকাল ১০ ঘটিকা নাগাদ প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। এসময়ে উপাচার্যের আগের কর্মস্থল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী তাকে শুভেচ্ছা জানাতে সমাধিস্থলে উপস্থিত ছিলেন। তিনি ১৬ নভেম্বর রাষ্ট্রপতির আদেক্রমে শিক্ষা মন্ত্রণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারন বিশ্ববিদ্যালয় শাখা এর উপসচিব মোছা: রোকসানা বেগম এর সাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত হোন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সমাধী কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্হিত বঙ্গবন্ধু জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন। এসময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমি আল্লাহর রহমতে এপর্যন্ত পাওয়া সকল দায়িত্ব নৈতিকতার সহীত পালন করতে সক্ষম হয়েছি। আমি এই উপয়াচর্যের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা এবং পরামর্শ আশা করবো।”
প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ১৯৮৮ সালে কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইন্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স, জাপানে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে মার্কার অ্যাসিস্টেড সিলেকশন বিষয় গবেষণা করেন।
আন্তর্জাতিক (২৯টি) ও জাতীয় (২৪ টি) পর্যায়ে বিভিন্ন জার্নালে তার ৫৩ টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত রয়েছে। এছাড়াও প্রফেসর ড. চৌধুরী জাপান, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রফেসর ড. চৌধুরী এখন পর্যন্ত ৭ জন পিএইচডি ছাত্রের ডির্জাটেশন এবং ৭৫ জন এমএস ছাত্রের থিসিস সুপারভাইজ করেন। তিনি USAID, HEQEP, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন গবেষণা প্রকল্পে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুষ্ঠভাবে প্রকল্পগুলো সম্পন্ন করেন। এর আগে, ড. আবুল কাসেম চৌধুরী ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত পটুয়াখালী কৃষি কলেজের (বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়) উদ্ভিদ প্রজনন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করেন এবং সুদীর্ঘ ৩৪ বছর সুনামের সহিত উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।














