রাজধানীতে কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর’সহ ৮’আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে এ প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, মুনিয়া হত্যার অভিযোগের সত্যতা মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন উল্লেখ করে মামলায় আসামিদের জড়িত থাকার প্রমাণ মেলেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২১ সালের ২৬শে এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে আনভীরকে আসামি করে একটি মামলা করেছিলেন তানিয়া। প্রমাণ মেলেনি জানিয়ে সে সময় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলো পুলিশ। সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত আনভীরকে অব্যাহতি দিয়েছিল। বাদী আপত্তি জানালেও তাতে কোন সাড়া দেয়নি আদালত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে