মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্টরা হুন্ডির মাধ্যমে গত ১ বছরে ৭৫ হাজার কোটি টাকা মানিলন্ডারিং করেছেন বলে জানিয়েছে সিআইডি। এরসঙ্গে দেশের প্রায় ৫ হাজার এজেন্ট জড়িত বলে জানায় সংস্থাটি। এরমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে। বৃহস্পিতবার সকালে সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং সাইবার ক্রাইম ইউনিট ঢাকা এবং চট্টগ্রামে যৌথভাবে তিনটি অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করে। এই চক্রটি গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করেছে বলে প্রমাণ পায় সিআইডি।
প্রাথমিকভাবে বিকাশ, নগদ, রকেট ও উপায়-এর কিছু এজেন্ট এই অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে সিআইডি। এসব অসাধু এজেন্টের কারণে গত ৪ মাসে প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স থেকে বঞ্চিত হয়েছে দেশ।