চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন নামে অস্ত্র তৈরির এক কারিগরকে র্যাব গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার(৩১’শে আগস্ট) সকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এসব তথ্য জানান। দুপুরে সংবাদ সম্মেলন শেষে গ্রেফতার জাকির হোসেনকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এর আগে বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান নিয়ে সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।