চীনে প্রথমবারের মত মুক্তি পেল বাংলাদেশের ‘বেঙ্গলি বিউটি’ ছবি। গত ২০ জুলাই দেশের একটি মাত্র হলে মুক্তি পাওয়া ছবিটিকে শুক্রবার বড় পরিসরে মুক্তি দিচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে মুক্তির আগে ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ছবির মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী পরিচালক রাশান নূর দেশের চলচ্চিত্রের জন্য এক ব্যতিক্রমি খবরই দিলেন। তার ছবি বেঙ্গল বিউটি মুক্তি পাচ্ছে চীনের প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে।
মুক্তিযুদ্ধ-পরবর্তী স্পর্শকাতর এক গল্প ঘিরে নির্মিত হয়েছে এ ছবি। নির্মাতা বলছেন, ছবিটির মাধ্যমে সে সময়ের রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছেন তিনি। বেঙ্গলি বিউটিতে রাশানের বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া।

একইসাথে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে বেঙ্গলি বিউটি। চীনে মুক্তির জন্য ছবিটি চাইনিজ ভাষায় ডাবিং করা হবে। শুক্রবার থেকে জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় দেশের পঞ্চাশের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ চলচ্চিত্র।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে