দেশের বিদ্যুতের লোডশেডিং গত মাসের চেয়ে এখন কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক আলোচনায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি বলেন, সামনের মাস থেকে এ পরিস্থিতি আরও ভালো হবে।

নসরুল হামিদ জানান, আগামীতে সার্বিক জ্বালানি খাতেও অবস্থার পরিবর্তন আসবে। বিশ্ববাজারে জালানির দাম কমলেই দেশের বাজারেও সমন্বয় করা হবে। অন্যান্য দেশের মত রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপরেও এসেছে। জ্বালানি খাতের চাপ সামাল দিতে যুক্তরাজ্যের মতো উন্নত দেশও বিদ্যুতের দাম ৮০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করেছে। প্রতিমন্ত্রী বলেন, সেই দেশেও নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ আছেন। তাই চলমান এই সংকট মোকাবিলায় সবাইকে এক সাথে কাজ করার তাগিদ দেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে। তিনি আরও বলেন, জ্বালানির দাম বিশ্ববাজারে কমলে আমরাও সমন্বয়ের দিকে যাবো। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ জ্বালানি বিভাগ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে