তুরষ্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের (আইএসজি) পঞ্চম আসরে আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল।

কোয়ার্টার ফাইনালে ইয়েমেনের কাছে ০-৩ সেটে হেরে গেছে তারা। গতকাল প্রি-কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ পুরুষ টেবিল টেনিস দলকে ৩-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ । হৃদয় প্রথম ম্যাচে ৩-০ গেমে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রামহিম মালদ্বীপের প্রতিপক্ষকে ৩-০ গেমে পরাজিত করেন।

ডাবলসে মালদ্বীপ বাংলাদেশকে ১-৩ গেমে হারিয়ে দেয় । হৃদয় নিজের পরের ম্যাচে হেরে যান ০-৩ গেমে। ফলে দুই পক্ষের সেট স্কোর হয় ২-২। অবশ্য শেষ ম্যাচে সাব্বির ৩-০ গেমে মালদ্বীপের প্রতিপক্ষকে হারিয়ে দিলে ৩-২ সেটে জয়লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুরে টসের মাধ্যমে ইয়েমেনকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। তবে পেরে উঠেনি তাদের সঙ্গে। হার মেনেছে ০-৩ সেটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে