ক্ষমতাসীনদের দুর্নীতি, লুটপাটের মাশুল সাধারণ মানুষ গুনছে বলে অভিযোগ করেছে বিএনপি। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের সমাবেশে তারা এ দাবি করেন। এসময় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে রাজপথ দখলে নেতাকর্মীদের আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্বালানী তেলের দাম, গণপরিবহনের ভাড়া, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় দুই নেতার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দেয় সমাবেশে। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের বিভ্রান্তি ছড়িয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দলের নীতিনির্ধারক নেতারা বলেন, আওয়ামী লীগ সুচিন্তিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশ রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ২২শে আগস্ট হতে উপজেলা-জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে