বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রোববার শুরু হচ্ছে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের আসর। রাজধানীর দিলকুশায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লউপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

২৮ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে ৭১টি দলের ৩১৩জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ মোট ৩৭৭জন্য শাটলার প্রতিদ্বন্দ্বিতা করবে।

স্পোর্টস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে