মো:দিল সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের বেলকুচিতে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডাকায় উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।  সন্ধ্যায় এ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

ইউএনও আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জুন) চালা বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন ফোরাম মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়। একই সময়ে একই স্থানে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় পৌর ছাত্রলীগও । তিনি আরও জানান, পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে চালা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার সন্ধ্যার পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে।উল্লেখ্য, গত ৫ জুন বিকালে পূর্ব শত্রুতার জের ধরে বেলকুচি পৌর এলাকার মাজেমের ঢাল এলাকায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারকে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বেলকুচি উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম। পাল্টা কর্মসূচি ঘোষণা করে পৌর ছাত্রলীগও।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে