ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী মীর মোঃ রাফিনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।পৃথক-পৃথক শোক-বার্তায় শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। তাঁরা মীর মোঃ রাফিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান নিজ বিভাগের শিক্ষার্থী মীর মোঃ রাফিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর মোঃ রাফিন আজ (০৩ জুন) আনুমানিক সকাল ১০টায় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ