নুরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের উদ্যোগে ৫৫৬ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।

শনিবার (২১ মে) উপজেলার ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এ কর্মসূচীর উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মিলন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রশিদা বেগম, সম্পাদক মর্জিনা বেগম, যুব মহিলালীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, যুগ্ন আহবায়ক নাসরীন বেগম, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্দুল আলিম, উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেকুজ্জামান চয়ন, যুবলীগ নেতা গোলাম রব্বানী, উপজেলা কৃষকলীগের সম্পাদক রুমন হোসেন প্রমুখ।

লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে