আব্দুর রউফ পাভেল,নওগাঁ প্রতিনিধি।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর পতিসরে নিজম্ব জমিদারি চালাতে এসে মানবসেবার সাথে মানুষের মাঝে স্বাধীনতার চেতনা জুগিয়েছেন। যার কারনে বঙ্গবন্ধুর সাথে রবীন্দ্রনাথের এই স্বদেশ প্রেমের যে যোগসূত্র তার কারনে তার লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ জাতীয় সংগীত হিসাবে সারা বংলাদেশের মানুষ গ্রহন করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন।

আজ রবিবার বেলা ১১টায় নওগাঁর পতিসরের নিজস্ব জমিদারী কাছাড়িবাড়ি প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার এমপি ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের পরিচালক আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে