সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার দিবাগত রাত ১২টা ৫৬’মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮’বছর।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হল।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় টানা ১০’বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে তিনি ১২টি বাজেট ঘোষণা করেন, যার মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের অধীনে পেশ করা হয়। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেওয়া হবে। সাবেক অর্থমন্ত্রীর মরদেহ দাফন করা হবে সিলেটে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে