জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে ভারতের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. সুজিত রায়ের নেতৃত্বে ৮ সদস্যের এই প্রতিনিধি বাংলাদেশে প্রবেশ করেন।এ সময় সীমান্তের শূন্য রেখায় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবে আখাউড়ার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নুরুন্নবী ভূইয়া, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবির,বাংলাদেশ বুলেটিন আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, সময়ের কাগজ আখাউড়া প্রতিনিধি নাজির হোসেন, আমাদের নতুন সময় ও বার্তা বাজরের আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ ও যুবলীগ নেতা হাসান খলিফা।ভারতের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. সুজিত রায় বলেন, সংস্হার প্রধান লক্ষ্য দুই দেশের পিছিয়ে পড়া খেলাগুলোকে প্রসার ও প্রচারের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই লক্ষ্যে পৌছোনোর জন্য কি করনীয় এবং তা বাস্তবায়ন করতে গেলে কি প্রয়োজন তা দুই দেশের প্রতিনিধিরা মিলিতভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এবং তা কার্যকর হবে দুই দেশের মাটিতেই।
তিনি আরো বলেন, ফোরামের লক্ষ দুই দেশের মধ্যে বিভিন্ন ইভেন্টের কোচদের মতামত আদান প্রদান।বিভিন্ন পিছিয়ে পড়া ইভেন্টের প্রর্দশনী ম্যাচের ব্যবস্হা করা। ইন্ডিয়া ও বাংলাদেশ মৈত্রী ম্যারাথন রান সংগঠন। ক্রীড়া বিষয়ক আলোচনা সভার আয়োজন করা। খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নিয়ে অ্যাথলিটদের সহায়তা করা। পরে প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল (৬ এপ্রিল) ঢাকায় উত্তরা ক্লাবে বৈঠকে অংশ নিতে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ




























