আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ জেলা পুলিশ ও প্রেসক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। পুলিশের সঙ্গে প্রাণপণ লড়াই করে অবশেষে হার মানলো সাংবাদিকরা। উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও প্রেসক্লাবের মধ্যকার খেলায় ৪৯ রানে পরাজয় বরণ করে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সিরাজগঞ্জ শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।দুপুরে টসে জিতে জেলা পুলিশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রেসক্লাব একাদশের অধিনায়ক ডিবিসি নিউজের প্রতিনিধি রিফাত রহমান।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলা পুলিশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ বলে ৬৯ রান করে রিয়াজু এবং ২৬ বলে ২৮ রান করে রাকিব।

অন্যদিকে বোলিংয়ে প্রেসক্লাবের রিফাত ও হৃদয় দুটি করে উইকেট নেন। ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিরাজগঞ্জ প্রেসক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ২৯ রান করে সুজন ও ২৪ বলে ২২ রান করে রিফাত। পুলিশের পক্ষে আজাদ সর্বোচ্চ ৩ উইকেট ও হাবিব দুই উইকেট সংগ্রহ করে এবং ম্যান অব দা ম্যাচ হন রিয়াজু (সিরাজগঞ্জ জেলা পুলিশ)।

প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম (শফি),সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সহ আরও অনেকে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার হাসিবুল আলম মহোদয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে