ভাব বিনিময়ের ভাষা না কি ফুল! তাই পহেলা ফাল্গুন আর ভালবাসা দিবস এলেই যেন বহু গুণে বেড়ে যায় চাহিদা। সে অনুযায়ী রাজধানীর ফুলের বাজার ছেয়ে গেছে নানা রঙে। ক্রেতা আনাগোনাও যথেষ্ঠ। তাই এই বিশেষ দিবসকে ঘিরে রাজধানীতে ফুলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। একটি গোলাপ বিক্রি হচ্ছে ২০ টাকায় আর জারবেরা ৪০ টাকারও বেশি। তরুণীদের শাড়ি গয়না কেনা প্রায় শেষের দিকে। এখন বাকি উৎসবের অন্যতম অনুসঙ্গ ফুল।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে সাজাতে রাজধানীর সবচেয়ে বড় ফুলের বাজার শাহবাগে চলছে ফুল প্রেমী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক বেঁচা-কেনা। তবে, ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ফুল ব্যবসায়ীরা। অন্যদিকে বিক্রতাদের যুক্তি, গত দুবছর করোনায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার চেষ্টা থাকছে এবার। ২১’শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষেও ফুলের চাহিদা বাড়ে। কারণ ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। তাই গোলাপ, গাঁদা, জারবেরাসহ সব ফুলের দাম বেড়েছে কয়েক গুণ।

রাজধানীতে বেশিরভাগ ফুলই আসে যশোর অঞ্চল থেকে। এসব ফুলের মধ্যে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরাসহ ৮ থেকে ১০ জাতের ফুল অন্যতম। এ মৌসুমে সারাদেশে শত কোটি টাকা ব্যবসার আশা উদ্যোক্তাদের।কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, দেশে বছরে ফুলের বাজার ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার। বাজার ব্যবস্থাপনায় জোড় দেয়া হচ্ছে বলে জানান মহাপরিচালক। বর্তমানে ২০ থেকে ২২ জেলায় প্রায় সাড়ে ৩’হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে