বাবা শব্দটি মানে বটবৃক্ষ, বাবা মানে মাথার ওপর বিশাল ছাদ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া, বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন, বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর, বাবার তুলনা বাবা নিজেই। বাবা একটি সংজ্ঞাহীন শব্দ। ‘মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়, পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়’ | বাবাকে ২০১৬ হারানোর পর বাবাকেই খুঁজে যাচ্ছি। তাই বাবা নিয়ে লিখেছি। কথাগুলো বলছিলেন ‘বাবা’ বইয়ের লেখক তালাত মাহমুদ।
ফেণী জেলার দাগনভুইয়া থানার নেয়াজপুর গ্রামের নিভৃত পল্লীতে বেড়ে ওঠনে লেখক তালাত মাহমুদ। বর্ষায় মান কচু গাছের বড় পাতা মাথায় দিয়ে আধভেজা কাক হয়ে গ্রামের স্কুলে গন্ডি পার করে ঢাকায় এসে লেখাপড়া করেন তিতুমির কলেজে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে অপেক্ষায় আছেন পি এইচ ডি করার। গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করেছেন প্রথম আলো, এবিসি রেডিও এবং নেক্সাস টেলিভিশনে। ভাষা শহীদ সালাম নিয়ে গবেষণা করছেন। সালাম নিয়ে গল্প গ্রন্থ “শেকল ভাঙ্গার গান” রচনা করেছেন লেখক তালাত মাহমুদ। বর্তমানে সুশাসন নিয়ে জার্নাল ‘শাসনব্যবস্থা পুনর্বিবেচনা(Rethinking Governance)’এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কথা প্রসঙ্গে লেখক তালাত মাহমুদ বিডি টাইম্স নিউজকে জানান, “লেখালেখি ভালোবাসার চেয়েও বেশি কিছু” হ্যারি পটারের সৃষ্টিকারী রাওলিং বলেছিলেন কথাটি, আমার বেলায় তাই। সামাজিক ও পারিবারিক বন্ধনে বাবা অনন্য এক চরিত্র। বাবা একটি অনুপ্রেরণার গল্প, বাবা একটি সাহসের গল্প। বাবার বিশালতা মাপার কোনো যন্ত্র কোনো দিন আবিষ্কৃত হবে না, তা খুব সহজেই অনুমান করা যায়। সমুদ্রের বিশালতা দেখে আমরা বিমূর্ত হই কিন্তু বাবা মানুষটার বিশালতা যেন এক রহস্য। রোদ, বৃষ্টি, ঝড় কিংবা অভিযোগ কোনো কিছুই তাঁকে দায়িত্ব থেকে পিছপা হতে দেয় না। নীরব জোগানদাতা। ভবিষ্যতে বই লেখার ধারাবাহিকতা ধরে রাখা মুশকিল, তবুও চেস্টা করবো ধারবাহিকতা অব্যহাত রাখারা তবে বিষয়বস্তু এখনো ঠিক করিনি।
করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে আগামী ১৫’ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২২। ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলায় তালাত মাহমুদের ‘বাবা’ উপন্যাসটি বের হচ্ছে বর্ষা দুপুর প্রকাশনী থেকে। বর্ষা দুপুর প্রকাশনী’র স্টলে পাওয়া যাবে ‘বাবা’ বইটি। এছাড়াও পাঠক’রা রকমারি অনলাইনে বইটি পাবেন এই লিঙ্কে- https://www.rokomari.com/book/223519/baba?fbclid=IwAR3Pru9JHfsY6oe_7EcY4ZZytYp7VjpMJeyP08U3QJas85XgWUcCbPgr-2o।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























