রিয়ানা হাবিবা, নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা শহরে খেঁটে খাওয়া সাধারণ মানুষদের জন্য বিনা পয়সায় খাবারের হোটেলের নাম ‘আম জনতার হোটেল’। টাকা থাকুক আর না থাকুক, যে কোন গরিব/অসচ্ছল মানুষ তাদের নিজের ক্ষুধা মেটানোর জন্য সপ্তাহে অন্তত ২/৩ দিন ‘আম জনতার হোটেল’ থেকে ক্ষুধা নিবারন করতে পারে। জানাচ্ছিলেন ‘আম জনতার হোটেলে’র উদ্যোক্তা ও ‘পাশে আছি।Initiative’র প্রতিষ্ঠাতা তাহমিদ হাসান। করোনাকালিন সময় থেকে খেঁটে খাওয়া মানুষদের কথা মাথায় নিয়ে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেয়ার মাধ্যমে শুরু করেছিলেন সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ করা তাহমিদ হাসান। সংগঠনের আরেক কর্নধার রাসেল মাহমুদ চৌধুরী’সহ অনেক বন্ধু মহল, যাদের প্রচেষ্টায় এই উদ্যোগ এগিয়ে চলছে ধাপে ধাপে।

তাহমিদ হাসান বলছিলেন, ‘আম জনতার হোটেল’ থেকে আপনি খাবার খেতে পারবেন বিনা পয়সায়। যেই মানুষগুলো রাত-বিরাতে নগরীতে পেটের দায়ে পরিশ্রম করে বেড়ান, যারা নিজেরা অভুক্ত থাকেন পরিবারের খাদ্যের জোগান দিতে তাদের জন্যই আমাদের সামান্য এই উদ্যোগ। আম জনতার হোটেলে খেতে কাউকে অর্থ নিয়ে চিন্তা করতে হয় না। যে যার মন মতো আহার করবেন, খাবার গ্রহণ করে কেউ খুশি হলে তাতেই আমাদের সর্বোচ্চ সার্থকতা। কিছু ভালো খাবারের আয়োজন করে পরিশ্রমী মানুষগুলোর একটি দিন যদি সুন্দর করা যায় সেই চেষ্টায় আমরা থাকি। এই উদ্যোগে আপনাদের বারবার পাশে পেয়েছি এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

রাসেল মাহমুদ চৌধুরী বলেন, শীতের রাতে সবাই যখন কম্বলের নীচে বসে আরাম করছে, ছেলেটা তখন বস্তা নিয়ে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছে। ঠান্ডা লাগে, কষ্ট হয়, কিন্তু ওদের কিচ্ছু করার নেই। এই বোতলগুলো বিক্রি করে কিছু টাকা মিলবে, সেটা দিয়ে হয়তো পরিবারের পরদিনের খাবারের যোগান হবে। তাই শীত-ঠান্ডাকে উপেক্ষা করে অভুক্ত ছেলেটা কাজ করে যাচ্ছিলো। আমজনতার হোটেলের দেখাও পেলো সেভাবেই। রাতে না খেয়েই থাকতে হয় অনেক সময়, অথবা একটু রূটি চা খেয়ে কাজ চালিয়ে নিতে হয়। তবে আজকের দিনটিতে আম জনতার হোটেলে ছেলেটির জন্য খাবারের আয়োজন করতে পেরেছি আমরা। এত মজা করে রোস্ট-পোলাও খেতে দেখে বোঝা গেলো বেশ খিদে ছিলো পেটে। কাজ করে ক্লান্ত ছেলেদুটো মহানন্দে খেলো আমাদের হোটেলে। আর বললো- আবার আসবেন কোন এক রাতে!

তাহমিদ হাসান জানান, আমরা ঢাকার বাইরে সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারীতে গত ৬’মাস ধরে আয়োজন করছি আম জনতার হোটেলের। হোটেলগুলো সবার জন্য উন্মুক্ত থাকে আয়োজনের দিনে। যে কেউই এই হোটেলে আহার করতে পারেন। অর্থ এই হোটেলের মুখ্য বিষয় নয়, মানুষের ভালোবাসা এবং হাসিমুখ আমাদের অনুপ্রেরণা দেয় এগিয়ে যেতে। আজও ঢাকার গ্রীন রোডে রাত ১১’টার পর থেকে আমরা থাকবো আম জনতার হোটেলের আয়োজন নিয়ে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন সাধারন মানুষের সেবায়!

শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে তাহমিদ হাসান বলেন, আম জনতার হোটেলটি সাধারণ মানুষের অনুদানে সাধারণ মানুষের জন্য পরিচালিত হয়। আপনিও এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। খুব বেশি নয়, একজন মানুষের জন্য একদিন ভালো খাবারের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানাই। সর্বোচ্চ ৭০-৮০ টাকা অনুদানেই একজনের পোলাও মাংসের আয়োজন হয়ে যায় এখানে।

অনুদানের জন্য বিস্তারিতঃ
01975888855(যোগাযোগ এবং বিকাশ), 01623184785 ( Nagad)
Bank account- Account no: 1061440479332
Account Name: Tahmid Hasan
Bank: Eastern Bank Limited, Dhanmondi
Routing No: 095261188
https://www.facebook.com/PasheAchiInitiative

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে