শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
হঠাৎ বুকে ব্যাথা অনুভূত হলে তাকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।মেডিকেলের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ভিসি জানান, হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। চিকিৎসকের পরামর্শে অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে।
এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























