সাব্বির আহমেদ শ্রাবণঃ নিষিদ্ধ প্রেমের গল্প দিয়ে অভিষেক হলো মোহাম্মদ সালমান এর।
পরিচালক আনূশ এর আলোচিত সিনেমা “নিষিদ্ধ প্রেমের গল্পে” ডোম এর চরিত্রে চমৎকার অভিনয় করে সবার নজর কেড়েছে সালমান। সালমান এই সম্পর্কে বিডি টাইমস নিউজ কে বলেন আসলে আমি অভিনয় টা মনোযোগ দিয়ে করার চেস্টা করি। পরিচালক আনুশ ভাই এর সাথে আমার বুঝা পড়াটা ভাল। উনার কাজের ভক্ত আমি আগে থেকেই।
আনূশ ভাইয়ের পরিচালনায় আরো দুইটা সিনামায় আমি অভিনয় করেছি,এই সিনামা দুইটা তে দর্শকরা আমাকে আর ভিন্ন রকম চরিত্রে দেখতে পাবে,আনূশ ভাই এর পরিচালনায় আমার অভিনিত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।ছবি দুই টির নাম “পাপনামা “ও “হায়দার”।
বিনোদন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























