মাইনুল হাসান তপু, রাজশাহী প্রতিনিধঃ রাজশাহী মাদ্রাসা মাঠে (২৯ জানুয়ারি) বিভাগীয় সমাবেশে ফ্যামিলি কার্ডসহ কৃষকদের কৃষি কার্ড‌ এবং কৃষকদের কৃষি ঋণ ১০হাজার টাকা পর্যন্ত মওকুফের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন ১২ তারিখে নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ১৩তারিখ থেকে ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হবে। এছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারিভাবে সরকার হইতে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন ।যেমন; কৃষি পণ্য সার ,বীজ ইত্যাদি সরকারিভাবে সুলভ মূল্যে সরবরাহ পাবেন।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সকল নারী গৃহিণীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ পাবে যা দলমত নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে। যাতে নারীরা পরিবারের স্বল্প পরিসরে হলেও স্বচ্ছলতা ফেরাতে পারে। এছাড়াও রাজশাহী নাগরীকে আইটি কেন্দ্রক নগরী হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে চান।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টার জনাব মিজানুর রহমান মিনু রাজশাহী সদর ২আসনের বিএনপি মনোনীত প্রার্থী। আরো উপস্থিত ছিলেন জনাব,শাহীন শওকত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক। ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। তার আগে জনসভায় বক্তব্য রাখেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের বর্তমান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু। তিনি বলেন রাজশাহী অতীতে সিল্ক সিটি নামে পরিচিত ছিল তিনি ক্ষমতায় আসলে পুনরায় এই শিল্পে  শুরু করার আশায় দেয়।

রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নয় বরং কৃষি খাত এবং আইটি সেক্টরের দিকে বেশি স্বয়ংসম্পূর্ণ করতে চাই এমনটি ব্যক্ত করেন। জনসভাটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটন। এরপর রাজশাহীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচনের প্রচারণায় বিভিন্ন বক্তব্য রাখেন। তারেক রহমান বক্তব্য শেষে আবারো সকলকে একসাথে নিয়ে বলেন সবাই মিলে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে