আরাফাত হোসেন শাকিল, জামালপুর জেলা সংবাদদাতা: জামালপুর-৫ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি ও ভোটারদের মতামত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে।
এ আসনের বিভিন্ন এলাকায় দুই পক্ষই জোরালো প্রচার-প্রচারণা চালাচ্ছে। পথসভা, উঠান বৈঠক, পোস্টার-ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদের সমর্থন আদায়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে উভয় শিবির।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন—এই বিষয়গুলো এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে। অনেক ভোটার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, ফলে শেষ মুহূর্তের প্রচারণা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এবার দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে লড়ছেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার এবং ধানের শীষ প্রতিক নিয়ে লড়ছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এদিকে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সবকিছু মিলিয়ে জামালপুর সংসদীয় ৫ আসনে দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তা ভোটের দিন পর্যন্ত নির্বাচনী উত্তেজনা ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে।




























