এস এম হাফিজ, গাজীপুর।। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে গাজীপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ২য় বৃহত্তম লালন স্মরণোৎসব।তিন দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় অবস্থিত ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি সাধুর বাজারে। তিন দিনব্যাপী এ আয়োজন এ বছর ১৪ বছরে পদার্পণ করল।

লালন সাঁইজি ধর্ম, বর্ণ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে তাঁর দেহতত্ত্ব, আত্মতত্ত্ব ও মানবপ্রেমের দর্শনের সেই চেতনার ধারাবাহিকতায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি দীর্ঘদিন ধরে লালনপন্থি সাধকদের এক গুরুত্বপূর্ণ সাধনাক্ষেত্র হিসেবে পরিচিত।এবারের স্মরণোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-বাউল, লালনভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ একত্রিত হবেন এই আখড়ার পবিত্র প্রাঙ্গণে।

উৎসবে লালনসংগীত পরিবেশন করবেন সুমি লালন ব্যান্ড, রিঙ্কু, শিমুল হাসান,এলিজা পুতুল, সাইদুল ইসলাম সজল, ঐক্যজিৎ এবং আরো অনেক গুণী শিল্পী । তাঁদের কণ্ঠে উচ্চারিত লালনের গান আত্মঅনুসন্ধান ও মানবমুক্তির বার্তাই বহন করবে। আয়োজকের ভাষ্য, এই স্মরণোৎসব কোনো বিনোদনমুখী আয়োজন নয়; এটি লালন সাঁইজির আদর্শে মানুষ গড়ার এক চলমান সাধনা। ফকির খালেক সাঁইজির আখড়াবাড়িকে কেন্দ্র করে এই সাধনার ধারা আগামী দিনেও মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশাই সবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে