আব্দুল্লাহ আল মামুন,সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।। উন্নত রাষ্ট্রগুলোর সাথে তালমিলিয়ে বাংলাদেশের সর্বপ্রথম ক্লাব-নির্ভর মিনি সিনেমাহল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডলবি এটমস ১১.২ সাউন্ড সিষ্টেম এবং ফোর-কে লেজার প্রজেকশন সুবিধা সম্বৃদ্ধ রুটস্ সিনেক্লাব চালু হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী জে, সি রোড সংলগ্নে। শীতাতপ নিয়ন্ত্রিত এই মিনি সিনেমা হলে রয়েছে মনোরম পরিবেশে ও এক সাথে প্রায় ২২ জন মিলে উপভোগ করতে পারবেন সিনেমাপ্রেমীগণেরা।

এই রুটস্ সিনেক্লাবে সকল সিনেমাপ্রেমীগণ সদস্যপদ নিতে পারবেন এবং এখানে বাংলাদেশসহ সমগ্র পৃথিবীর সকল চলচ্চিত্রের বিকাশ এবং বিস্তারেও সহায়তা করার সুযোগ রয়েছে। সদস্যগণ বিশ্ব চলচ্চিত্র উপভোগের সাথে সাথে, তাঁর এবং তাঁর পরিবারের জন্মদিন, বিবাহবার্ষিকী, প্রোপোজ-ডে এবং সারপ্রাইজ পার্টি উৎযাপন করতে পারবেন এই মিনি সিনেমা হলটিতে। মূলত রুটস্ সিনেক্লাব চায়, চলচ্চিত্র মানুষের সামাজিক, মানবিক বোধ বিকাশের মাধ্যম হবে, তাই ক্লাবের ট্যাগলাইন রাখা হয়েছে, চলচ্চিত্রে পাল্টাই জীবনের বোধ।

এই সিনেমা হলের প্রতিষ্ঠাতা সামিনা ইসলাম-নি জানান, একসময় বাংলাদেশের সকল হলগুলো ছিল জমজমাট, তেমনি সিরাজগঞ্জেও কমতি ছিলো না, বর্তমানে ভাল মানের সুস্থধারার চলচ্চিত্রের অভাবে দর্শকহীন হয়ে পড়েছে হলগুলো। সিরাজগঞ্জে সকল হল গুলোও বন্ধ হয়ে গেছে প্রায় । এ সময় যুগের সাথে তাল মিলিয়ে সবাই ইউটিউব নির্ভর হয়ে পড়ছে। তাই সুষ্টধারার চলচিত্রকে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে এই আকারে এবং এই মানের ৫০০টি সিনেক্লাব একসাথে নির্মাণ করা সম্ভব হলে,পুরো চলচ্চিত্র শিল্পকে আমূল পাল্টে ফেলা সম্ভব বলে তিনি মনে করেন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।।  বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে